সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানাগেছে। একই বিষয়ে আজ (বুধবার) বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাতে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত নয়টার দিকে তিনি স্পিকারের কার্যালয়ে ঢোকের। প্রায় এক ঘন্টার বৈঠকে তারা কি বিষয়ে আলোচনা করেছেন তা কেউ নিশ্চিক করেননি। তবে রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদের কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ইসির ভারপ্রাপ্ত সচিব মোহম্মদ হেলালুদ্দীন বলেন, বুধবার বিকাল ৩টায় স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক হওয়ার কথা রয়েছে। স্পিকারের সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার সকালে কমিশন থেকে সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়। পরে বিকালে সংসদ সচিবালয় থেকে চিঠি দিয়ে বুধবার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্পিকার-সিইসির বৈঠকের পর তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ইসি। এখনো তফসিল ঘোষণা না করা হলেও গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি ইসির। আজকের বৈঠকের পরে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সচিব জানান।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দেয় ইসি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। আগামীকাল বৃহষ্পতিবার ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
মূলত আজ বুধবার থেকে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ গণনাও শুরু হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন প্রেসিডেন্ট হয়েছেন। সেই হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী নব্বই থেকে ষাট দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৮:১৩ ৩৬৩ বার পঠিত