নিউজ২নারায়ণগঞ্জ : পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আজ মহান স্বাধীনতা ও
জাতীয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয়
স্মৃতিসৌধের বেদীতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে
কয়েক মিনিটে নীরবে দাড়িয়ে থাকেন।
এক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই পৃথিবীর মানচিত্রে
জন্ম নিলো বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। মার্চ বাঙ্গালী
জাতির ইতিহাসে গৌরবের মাস। ২৬ শে মার্চ আমাদের আত্মপরিচয় অর্জনের
দিন। বাংলার রাখাল রাজা টুঙ্গী পাড়ায় ‘খোকা’- আমাদের জাতির পিতা, স্বাধীন
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে আজকের এদিনে
বাঙ্গালী জাতি মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরই ধারাবাহিকতায়
দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের
বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের
চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও
দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ
ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১০:৫১:৩৫ ৬৫৯ বার পঠিত