কুমিল্লা টাউন হল পুরার্কীতি হবে না, নতুন কমপ্লেক্স হবে - এমপি বাহার

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা টাউন হল পুরার্কীতি হবে না, নতুন কমপ্লেক্স হবে - এমপি বাহার
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০



---

কুমিল্লা বীর চন্দ্রনগর গণপাঠাগার ও মিলনায়তনটি (টাউন হল) পুরাকীর্তি হবে কি না- সংক্রান্ত গণশুনানির মঞ্চে মতামত দিয়েছেন কুমিল্লা বিভিন্ন শ্রেণি-পেশার ৩৭ জন বিশিষ্ট ব্যক্তি। পূর্বনির্ধারিত এই বিশিষ্টজনদের কেউই ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ও গণপাঠাগারকে পুরাকীর্তি করার পক্ষে কথা বলেননি বরং এটিকে ভেঙে আধুনিকায়ন ভবন নির্মাণের পক্ষেই মতামত দেন। বক্তাদের বেশিরভাগই মহানগর আওয়ামী লীগের নেতা ও কুমিল্লা টাউন হলের স্থানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণকারী সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থক।

গণশুনানিতে অংশ নিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, টাউন হল নিয়ে মাঠে নামার পর ষড়যন্ত্র শুরু হয়েছে। লেখালেখি শুরু হয়েছে-পুরার্কীতি করতে হবে।

তিনি দৃঢ়তার সাথে বলেন, কুমিল্লায় যেমন ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছে, তেমনি খোন্দকার মোস্তাকেরও জন্ম হয়েছে। কুমিল্লা টাউন হল পুরার্কীতি হবে না, হবে না। কুমিল্লা টাউন হল নতুন কমপ্লেক্স হবে।

তিনি বলেন, আগরতলা মহারাজার সম্পদ, আগরতলার মহারাজা ভূমি দিয়েছে একটাকায়। আগরতলার মহারাজা এই বিল্ডিং করে দেন নি। টাউন হল ও ক্লাব টিনের ঘরে চলেছে। ১৯৩৩ সালে এটি পূনর্নিমাণ হয়েছে।

শুনানিতে যারা মতামত দেন তারা হলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখী, মুক্তিযোদ্ধা সংসদ- কুমিল্লা জেলা কমান্ডার শফিউল আলম বাবুল, সাংস্কৃতিক জোটের সভাপতি জহিরুল হক দুলাল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা কলেজ শিক্ষক সমিতির সভাপতি হাসান ইমাম ফটিক, নারী নেত্রী পাপড়ি বসু, নারী নেত্রী দিলনাশি মহসিন, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের, কাউন্সিলর ও প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মমিন ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, বিএমএ কুমিল্লার সভাপতি আতাউর রহমান জসিম, আজিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মো. কোরায়শী, কমরেড আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, অন্ধকল্যান সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, এনজিও সমাজের পক্ষে লোকমান হাকিম, শিক্ষক সমিতির পক্ষে জহিরুল আলম, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, সাংবাদিক রফিকুল ইসলাম, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ভুইয়া, কৃষকলীগের আহ্বায়ক খোরশেদ আলম, সাংস্কৃতিককর্মী আবু নাসের মানিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী সালেহা বেগম, সমবায় সমিতির সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মহিলা বিষয়ক সমিতির নেত্রী নাহিদ সাবিনা।

বীর চন্দ্রনগর গণপাঠাগার ও মিলনায়তনটি (টাউন হল) ভেঙে আধুনিকায়নের প্রস্তাবকারী হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীর চন্দ্রনগর গণপাঠাগার ও মিলনায়তনটি (টাউন হল) পুরাকীর্তি হবে কি না- সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক মো. আবদুল মান্নান ইলিয়াস।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া শুনানিতে মোট ৩৭ জন বক্তব্য উপস্থাপন করেন।

গণশুনানি শুরুর পূর্বে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় এমপি বাহারের সমর্থক নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। সে মানববন্ধনে টাউন হল ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৭   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ