মন্ত্রণালয়ের গাড়িতে ফেনসিডিল পাচার, চালক গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » মন্ত্রণালয়ের গাড়িতে ফেনসিডিল পাচার, চালক গ্রেপ্তার
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



---ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ কৃষি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) গাড়ি আটকের ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কামরুল হাসান (৩০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। তবে তার সহযোগীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট (সুরমা -১১২) চন্দনা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন। তিনি বলেন, কামরুলকে থানাহাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী আজমপুর এলাকায় রবিবার দিবাগত রাতে একটি সরকারি (কৃষি মন্ত্রণালয়) গাড়িতে ফেনসিডিল আছে খবর পায়। পরে আখাউড়া-বিজয়নগর সড়কের আমোদাবাদ এলাকায় অবস্থান নেয় আখাউড়া থানা পুলিশের একটি টহল দল। পুলিশ সিগন্যাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালাতে থাকে। পুলিশও ওই গাড়িটির পিছু ধাওয়া করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। এসময় চালকসহ তার এক সহযোগী গাড়িটি ফেলে পালিয়ে যান।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, জিপ গাড়িটি (ঢাকা মেট্রো -ঘ ১১-০৫৯৫) তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, জব্দকৃত জিপ গাড়ির সামনে গ্লাসে কৃষি মন্ত্রণালয় গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) স্টিকার লাগানো রয়েছে। মাদকসহ গাড়ি আটকের পর বিষয়টি তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চালক কামরুলকে গ্রেপ্তার করা হয়। তবে মামলা তদন্তের স্বার্থে তার সহযোগীর নাম প্রকাশ করেননি তিনি। চালক একজন মাদকাসক্ত এবং পুলিশকে ধোঁকা দেয়ার অসৎ উদ্দেশ্য নিয়ে সরকারি গাড়িতে করে মাদক পাচার করেছিল বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:০১   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ