উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার, ২৯ জুন ২০১৮



--- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে। এক শ্রেণির মানুষকে মোটাতাজা করার জন্য রাজনীতি করে না। গত ৯ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। সারা বিশ্ব এখন বাংলাদেশের এ উন্নয়ন নিয়ে গবেষণা করছে। এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ছোঁয়া লাগেনি। উন্নয়নশীল এ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ সিনিয়র মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণকে বলতে হবে সকল বিভ্রান্তির অবসান ঘটিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে উন্নীত হবে।’

মন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এদেশকে গরীবের তকমা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসনার হাতেই বাংলাদেশ ও এদেশের জনগণ নিরাপদ। এদেশের উন্নয়ন তাঁর হাতেই সম্ভব।’

পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, নেবী রহমান, মাস্টার হারুনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৯:১৩   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ