ভারতে শুধু মুখ দেখিয়েই সরাসরি ওঠা যাবে বিমানে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে শুধু মুখ দেখিয়েই সরাসরি ওঠা যাবে বিমানে
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



ভারতে শুধু মুখ দেখিয়েই সরাসরি ওঠা যাবে বিমানে

নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত বিমান ভ্রমণের জন্য ভারতের তিনটি বিমানবন্দরে চালু হয়েছে ‘ডিজি যাত্রা’ নামে একটি প্রকল্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি (এফআরটি) প্রযুক্তির ওপর ভিত্তিতে শুক্রবার (২ ডিসেম্বর) চালু হওয়া এই ‘ডিজি যাত্রা’ প্রকল্পের মাধ্যমে কোনো ধরনের চেকিং ছাড়াই বিমানযাত্রীরা সরাসরি বিমানে ওঠার সুযোগ পাবেন।

ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটির মাধ্যমে বিমানে ভ্রমণকারীরা কাগজবিহীন এবং কারো কাছে পরিচয় না দিয়েই শুধু নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে মুখ দেখিয়ে বিমানবন্দরের বিভিন্ন চেক পয়েন্ট পার হয়ে সরাসরি বোর্ডিং পাসের মাধ্যমে বিমান ওঠার সুযোগ পাবেন।

তারা আরও জানায়, এ ব্যবস্থায় টার্মিনালে ঢোকার পর ‘ফেস রিডিং’ মেশিনের মাধ্যমে যাত্রীর মুখের ছবি তোলা হবে। এ সময় প্রথমে নাম নথিভুক্ত করাতে হবে। এ ছাড়া বিমানযাত্রী নাগরিক পরিচয়পত্রসহ অন্যান্য পরিচয়পত্র দেখাতে হবে।

নাম রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলেই বোর্ডিং কার্ড চলে যাবে। এ ব্যবস্থার মাধ্যমে কোনো লাইনে দাঁড়াতে হবে না ‘ডিজি যাত্রা’র যাত্রীদের। ফেস রিডিং যন্ত্র বসানো গেটের সামনে দাঁড়ালে যাত্রীর মুখের ছবি মিলিয়ে দেখে খুলে যাবে প্রতিটি সিকিউরিটি গেটের দরজা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে ভারতের সাতটি বিমানবন্দরে এবং শুধু অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের জন্য চালু হবে এ সেবা।

এরই মধ্যে শুক্রবার (২ ডিসেম্বর) ভারতের তিনটি বিমানবন্দর দিল্লি, বেঙ্গালুরু ও বারানসিতে চালু করা হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের মার্চে হায়দরাবাদ, কলকাতা, পুনে ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে চালু করা হবে। পরবর্তী সময়ে প্রযুক্তিটি ভারতের সব বিমানবন্দরে চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩২   ৩৩২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি
বিদেশি স্বামী গ্রহণকারী মায়েদের সন্তানের নাগরিকত্ব দেবে মালয়েশিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উল্লাস ইসরাইলি মন্ত্রীর
গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
তেলআবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাৎ
বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ