মেহেরপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



মেহেরপুরকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিল, তারা আজ বড় গলাই কথা বলে। আমাদের দেখতে হবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশ কি অবস্থায় ছিল, আর এখন দেশ কোন পর্যায়ে আছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। সার-তেলের জন্য জীবন দিতে হয় না, লাইনেও দাঁড়াতে হয় না। পাবনায় এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে পারমাণবিক প্রকল্পে উৎপাদনের কাজ আগামী বছরের ২৩ ডিসেম্বর শুরু হবে। সেখান থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তখন দেশে আর কোনো বিদ্যুতের ঘাটতি থাকবে না। প্রতিটি মানুষ এখন বিশ্বাস করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছেন। শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন।

তিনি বলেন, যারা ইতোপূর্বে ব্যর্থ হয়েছে, খুন-খারাপি, জঙ্গিবাদ, চুরি-ডাকাতি করেছে, সেই বিএনপি এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। মানুষ তাদের সেই আন্দোলন-সংগ্রামের ডাকে সাড়া দেবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তাফা কামাল, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি
আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, তবুও অনড় শিক্ষার্থীরা
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ