সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি

সেনেগালের পার্লামেন্টে সরকারদলীয়দের সঙ্গে বিরোধীদের হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) একটি বাজেট উপস্থাপনের সময় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থগিত করা হয় অধিবেশন। খবর রয়টার্সের।

পার্লামেন্ট অধিবেশনের এক পর্যায়ে এক আইনপ্রণেতাকে তেড়ে এসে চড় মারতে দেখা যায় আরেক আইনপ্রণেতাকে। জবাবে, বিরোধীদলীয় আইনপ্রণেতাকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারেন হামলার শিকার সরকারদলীয় আইনপ্রণেতা। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা পার্লামেন্ট। মারামারি আর হাতাহাতিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উভয়দলের আইনপ্রণেতাদের মধ্যে।

বৃহস্পতিবার নজিরবিহীন এ ঘটনাটি ঘটে সেনেগালে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্লামেন্টে অধিবেশন চলার সময় একটি বাজেট উপস্থাপনের সময় তর্কাতর্কির এক পর্যায়ে হঠাৎই সরকার দলীয় আইনপ্রণেতার প্রতি চড়াও হন বিরোধীদলীয় এক পার্লামেন্ট সদস্য।

এসময়, বিরোধীদলীয় আইনপ্রণেতা সরকারি দলের এক মহিলা পার্লামেন্ট সদস্যের গালে চড় মারলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার। আর এ পুরো ঘটনাটি সেনেগালের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে নানা মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সেনেগালে গেল জুলাইয়ের নির্বাচনের পর থেকেই সরকার ও বিরোধী দলীয় আইন প্রণেতাদের মধ্যে নানা ইস্যুতে দ্বন্দ্ব দেখা দেয়। যা পরবর্তীতে আরও বাড়তে থাকে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাফাতে ইসরায়েলি হামলা মানে ‘আরও মানবিক বিপর্যয়’: জাতিসংঘ
যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যে আলোচনার আগে রাফাহতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল
ম্যাক্রোঁ ও ইইউ প্রধানের সঙ্গে শি’র বৈঠক
ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসংঘ প্রধানের আহ্বান
৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
ইসরাইলে গোলাবারুদের চালান স্থগিত করলো যুক্তরাষ্ট্র
উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের হুঁশিয়ারি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, ঘোষণা যে কোনো সময়
জোড়া বোমা বিস্ফোরণে ডিআর কঙ্গোতে শিশুসহ নিহত ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ