সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



সেনেগালে পার্লামেন্ট অধিবেশন চলাকালে এমপিদের মারামারি

সেনেগালের পার্লামেন্টে সরকারদলীয়দের সঙ্গে বিরোধীদের হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) একটি বাজেট উপস্থাপনের সময় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থগিত করা হয় অধিবেশন। খবর রয়টার্সের।

পার্লামেন্ট অধিবেশনের এক পর্যায়ে এক আইনপ্রণেতাকে তেড়ে এসে চড় মারতে দেখা যায় আরেক আইনপ্রণেতাকে। জবাবে, বিরোধীদলীয় আইনপ্রণেতাকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারেন হামলার শিকার সরকারদলীয় আইনপ্রণেতা। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা পার্লামেন্ট। মারামারি আর হাতাহাতিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উভয়দলের আইনপ্রণেতাদের মধ্যে।

বৃহস্পতিবার নজিরবিহীন এ ঘটনাটি ঘটে সেনেগালে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্লামেন্টে অধিবেশন চলার সময় একটি বাজেট উপস্থাপনের সময় তর্কাতর্কির এক পর্যায়ে হঠাৎই সরকার দলীয় আইনপ্রণেতার প্রতি চড়াও হন বিরোধীদলীয় এক পার্লামেন্ট সদস্য।

এসময়, বিরোধীদলীয় আইনপ্রণেতা সরকারি দলের এক মহিলা পার্লামেন্ট সদস্যের গালে চড় মারলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার। আর এ পুরো ঘটনাটি সেনেগালের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে নানা মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সেনেগালে গেল জুলাইয়ের নির্বাচনের পর থেকেই সরকার ও বিরোধী দলীয় আইন প্রণেতাদের মধ্যে নানা ইস্যুতে দ্বন্দ্ব দেখা দেয়। যা পরবর্তীতে আরও বাড়তে থাকে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫
চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগকে স্বাগত রাশিয়ার
আদালতে মাদুরো বলেন, ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল আমাকে,আমি নির্দোষ:
নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরোকে
এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে
ভেনেজুয়েলার যেসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
ইরাকের মতো করেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৪০
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ