বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না : মায়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না : মায়া
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



---

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না।
তিনি বলেন, বিজয়ের মাস মুক্তিযুদ্ধের মাস। এ মাস আওয়ামী লীগের মাস। স্বাধীনতার পক্ষের মানুষের মাস। এই মাসে তাদের (বিএনপি) ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ড করতে দিতে পারি না।’
মায়া চৌধুরী আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিএনপি ও জামাত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভার আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপির নেতারা বলেছিলেন; তারা ১০ তারিখ পল্টনেই সমাবেশ করবেন। এক ইঞ্চিও সরবেন না। তারা নাকি আপোষহীন নেতা। কিন্তু শেষ পর্যন্ত গেলো কই; সেই গোলাপবাগের গরুর হাটের মাঠে।
তিনি বলেন, একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য যারা পাঁয়তারা করে ষড়যন্ত্র করতে তারা (বিএনপি) কিন্তু আবার মাঠে নেমেছে। তারা একের পর এক কর্মসূচি দেয়। ১০ ডিসেম্বর তারা দেশকে উল্টিয়ে ফেলবে বলেছিল। কিন্তু সাধারণ মানুষ রাজপথে থাকায় তা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৮   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেসসচিব
নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী
আনসার-ভিডিপির উদ্যোগে সরিষাবাড়ীতে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান
ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা
সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, কয়েকজন নিহত
জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর দায়িত্ব রেখে গেছে: আলী রিয়াজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ