আবদুল মতিন খসরু স্কুলের মাঠে আশ্রায়ণ প্রকল্প নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

প্রথম পাতা » আইন আদালত » আবদুল মতিন খসরু স্কুলের মাঠে আশ্রায়ণ প্রকল্প নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



আবদুল মতিন খসরু স্কুলের মাঠে আশ্রায়ণ প্রকল্প নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী মকিমপুর আবদুল মতিন খসরু বিদ্যালয়ের মাঠে আশ্রায়ণ প্রকল্প নির্মাণের ওপর স্থিতিবস্থা জারি করেছেন হাইকোর্ট।
ফলে আপাতত ওই মাঠে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী আতিকুর রহমান খান আজ বিষয়টি বাসসকে জানান।
তিনি জানান, উপজেলার মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় সংলগ্ন ২২ একর খাস জমি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ৩ একরের মতো জমি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ জায়গায় আশ্রায়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও এলাকাবাসী মানববন্ধন করে আসছে। খেলার মাঠ হিসেবে ব্যবহৃত ৩ একর জমি বাদ দিয়ে অবশিষ্ট ১৯ একর জমিতে আশ্রায়ণ প্রকল্প করলে তাদের আপত্তি নেই। আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরুর নেতৃত্বে উপজেলা প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েও কোনো সাড়া মেলেনি। এ কারণে হাইকোর্টে রিট করা হয়। মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চবিদ্যালয়টি প্রয়াত সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এ বিদ্যালয়টি ব্রাহ্মণপাড়া ও মুরাদনগরের সীমানায় হওয়ার দুই উপজেলার সেতুবন্ধন এবং অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়ার সুযোগ হয়ে উঠে। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়ানোর সুবিধার্থে ৩ একর জমিতে মাটি ভরাট করে একটি পূর্ণাঙ্গ মাঠ তৈরি করা হয়।
রিটের পক্ষে শুনানিতে ছিলেন এডভোকেট গোলাম রব্বানী শরীফ, এডভোকেট শামীম খান, এডভোকেট মঈন জেহাদুল আলম, এডভোকেট তাপসির আহমেদ খান।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২৪   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


একযোগে ২৫২ বিচারককে বদলি
দেশের ইতিহাসে বিচারকাজ প্রথম সরাসরি সম্প্রচারিত হচ্ছে
শেখ হাসিনাকে দিয়ে শুরু জুলাই গণহত্যার বিচার
এক যুগের আইনি লড়াইয়ের সফল অবসান: জামায়াত আইনজীবী
ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জুবাইদা
আইভীর জামিন নাকচ, ডিভিশনের আবেদন
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
আফতাবনগরে ডিএনসিসির পশুর হাটও বসানো যাবে না : হাইকোর্ট
চানাচুর দেয়ার কথা বলে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ