ভুল স্বীকারকারীকে আল্লাহ ক্ষমা করেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল স্বীকারকারীকে আল্লাহ ক্ষমা করেন
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



ভুল স্বীকারকারীকে আল্লাহ ক্ষমা করেন

ইসলামের শিক্ষা হলো মানুষের ভুল হলে সে ভুল স্বীকার করবে। ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়; বরং তা নৈতিক শক্তিরই প্রমাণ। ইসলামের দৃষ্টিতে ভুলের ওপর অটল থাকাই নিন্দনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিটি মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী যে অনুতপ্ত হয় (এবং ক্ষমা প্রার্থনা করে)।

’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯৯)

ভুল হওয়াই স্বাভাবিক

মানুষ ভুলপ্রবণ। তার দ্বারা ভুল হওয়াই স্বাভাবিক। হাদিসের ভাষ্যমতে, মানুষ ভুল করার পর অনুতপ্ত হবে এটাই আল্লাহর পছন্দ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ এমন মাখলুক বানাতেন, যারা পাপ করত এবং আল্লাহ তাদের মাফ করে দিতেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৮৫৬)

ভুল স্বীকারকারীই অগ্রগামী

যে ব্যক্তি ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে, সে ক্ষমাকারী ব্যক্তির চেয়ে অগ্রগামী। আবু দারদা (রা.) বলেন, একবার আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর মধ্যে বিতর্ক হলো, আবু বকর (রা.) ওমর (রা.)-কে রাগিয়ে দিয়েছিলেন। ওমর (রা.) রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেলেন। আবু বকর (রা.) তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তাঁর পিছু নিলেন। কিন্তু ওমর (রা.) ক্ষমা করলেন না; বরং তাঁর সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। এরপর আবু বকর (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলেন। আবু দারদা (রা.) বলেন, আমরা তখন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ছিলাম, ঘটনা শোনার পর রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের এই সঙ্গী আবু বকর আগে কল্যাণ লাভ করেছে। ’ (সহিহ বুখারি, হাদিস : ৪৬৪০)

ভুল স্বীকারকারীকে আল্লাহ ক্ষমা করেন

যারা ভুল স্বীকার করে আল্লাহ তাদের ক্ষমা করেন। যদিও তারা পুরোপুরি পাপমুক্ত হতে পারে না। মহান আল্লাহ বলেন, ‘এবং অপর কতক লোক নিজের অপরাধ স্বীকার করেছে, তারা এক ভালো কাজের সঙ্গে অপর মন্দ কাজ মিশ্রিত করেছে। আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ’ (সুরা তাওবা, আয়াত : ১০২)

ক্ষমা চাইলে ক্ষমা করুন

যখন কোনো ব্যক্তি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন তাকে ক্ষমা করাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ বলেন, ‘যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৭   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব প্রাপ্তি নগরবাসীর, ব্যর্থতা আমার : ৪ বছর পূর্তিতে মেয়র আতিক
রাফায় হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা যাবে না: ব্লিংকেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ড্যাপ সংশোধন চান আবাসন ব্যবসায়ীরা
কুমিল্লায় যুদ্ধাপরাধী আবু বক্কর র‍্যাবের জালে
রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েত
বাংলাদেশে বজ্রপাত নিরোধ যন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে - স্পীকার
মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮
টিআইবি-সিপিডি এখনও ভুল স্বীকার করেনি: পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ