নামমাত্র মূল্যে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » নামমাত্র মূল্যে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি!
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



নামমাত্র মূল্যে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি!

কথায় আছে, বিপদ যখন আসে তখন একা আসে না। সঙ্গে ভাই-বোন সকলকে নিয়েই আসে। ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের ক্ষেত্রেও ঘটছে এমন ঘটনা। বিশ্বকাপের হারের পর এবার হয়তো ক্লাব পিএসজিকেও ছাড়তে হবে তাকে।

শুক্রবার (৬ জানুয়ারি) ফুটবল বিষয়ক জনপ্রিয় সাইট গোল ডট কম এমনই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, নামমাত্র মূল্যে জনপ্রিয় এই ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

এর আগে পিএসজিতে নেইমারের থাকা নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন উঠেছে, এমবাপ্পেকে শান্ত রাখা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ধরে রাখার পরিকল্পনা হিসেবে নেইমারকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। সেজন্য মূল্য কমাতেও রাজি পিএসজি।

গোল ডট কম বলছে, নেইমারের মূল্য এক-তৃতীয়াংশ কমিয়ে প্রায় ৫৫০ কোটি টাকায় (৫০ মিলিয়ন ইউরো) ছেড়ে দিতে প্রস্তুত ফ্রান্সের ক্লাবটি। জনপ্রিয় এই তারকাকে নামমাত্র মূল্যে ছেড়ে দেয়ার কারণ হিসেবে ক্রয়ক্ষমতাকে দেখানো হয়েছে। বেশি মূল্য দাবি করলে অনেকেই অনাগ্রহ প্রকাশ করতে পারে।

স্পোর্টের খবর অনুযায়ী, পিএসজি এমবাপ্পেকে ধরে রাখার পাশাপাশি মেসিকে বেশি টাকার বেতন দিতে ইচ্ছুক। তাতে নেইমারকে বিক্রি করলে কাজটি আরও সহজ হবে পিএসজির জন্য।

এদিকে প্রিমিয়ার লিগের নিউক্যাসল, চেলসি কিংবা ম্যানচেস্টার সিটির মতো দলগুলো নেইমারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এক খবরে বলা হয়েছে, নিউক্যাসেলে যেতে নেইমারেরও কিছুটা ইচ্ছা রয়েছে। দল পরিবর্তন করে শেষে পর্যন্ত ক্যাসেলের জার্সিতেই দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে। তবে চেলসি এবং ম্যানচেস্টার সিটিও নেইমারের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে।

অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেয়ায় সেখানে প্রতিযোগিতা বেড়েছে। সেখানকার ক্লাব আল-হিলাল এই প্রতিযোগিতায় টিকে থাকতে মেসিকে দলে ভেড়াতে ইচ্ছুক বলেও খবর বের হয়েছে। আর পিএসজিও চাইছে না আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিতে। তাই ফরাসি ক্লাবটি পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে তারকা কিলিয়ান এমবাপ্পে তিনটি কঠিন শর্ত দেন পিএসজিকে। সেখানে অন্যতম ছিল, নেইমারকে বাদ দিতে হবে। দ্বিতীয় শর্তে বলেন, প্যারিসিয়ানদের বর্তমান কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ বানাতে হবে।

আর এমবাপ্পের তৃতীয় শর্ত, দলকে সামনে এগিয়ে নিতে নেইমারের পরিবর্তে পোল্যান্ডের ফরোয়ার্ড লেভানদোভস্কি অথবা ইংলিশ প্লেয়ার হ্যারিকেনকে সতীর্থ হিসেবে দলে ভেড়াতে হবে। যদিও এ বিষয়ে পিএসজি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবুও সাম্প্রতিক গুঞ্জন এমবাপ্পের পক্ষেই কথা বলছে।

বাংলাদেশ সময়: ১২:২১:৩০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি
বিদেশি স্বামী গ্রহণকারী মায়েদের সন্তানের নাগরিকত্ব দেবে মালয়েশিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উল্লাস ইসরাইলি মন্ত্রীর
গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
তেলআবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাৎ
বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ