শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

‘যারা নেতৃত্ব দেয়, তারা এগিয়ে থাকে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘যারা নেতৃত্ব দেয়, তারা এগিয়ে থাকে’
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



‘যারা নেতৃত্ব দেয়, তারা এগিয়ে থাকে’

‘যারা নেতৃত্ব দেয়, তারা সবসময় এগিয়ে থাকে’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘জোসেফাইট কালচারাল ক্লাব’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কে এম খালিদ বলেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। ছাত্রছাত্রীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানাচ্ছি। কারণ, তারাই আগামী দিনে দেশ ও জাতির কান্ডারি।

প্রতিমন্ত্রী বলেন, একসময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেত। নানা কারণে সেটি কমে এসেছে। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, সংগীতশিল্পী সুজিত মোস্তফা, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৭   ১৪৪ বার পঠিত