মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়

প্রথম পাতা » খেলাধুলা » মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়

দু’দলের ফুটবলীয় দ্বৈরথটা এক শতাব্দীরও বেশি পুরনো। তাদের মধ্যকার জয়-পরাজয়ের হিসাবেও দ্বৈরথেরই সুর। তারই প্রমান যেন মিলল বছরের প্রথম মিলান ডার্বিতে। যেখানে ইতালিয়ান সিরি আ’য় রোমাঞ্চকর ডার্বি ম্যাচে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে লিগে টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল এসি মিলান।

রোববার (৫ ফেব্রুয়ারি) ঘরের মাঠ সান সিরোতে একতরফা আধিপত্য ধরে রাখে ইন্টার মিলান। যে কারণে প্রথমার্ধে আক্রমণে খুঁজেই পাওয়া যায়নি সফরকারীদের। ফলে নগর প্রতিদ্বন্দ্বীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়ে এসি মিলান।

ইন্টার বল দখলের সাথে একচেটিয়া আক্রমণেও আধিপত্য ধরে রেখে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শুরুতেই লাউতারো মার্তিনেজের দুটি প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই আর্জেন্টাইনের একের পর এক আক্রমণে কাঁপিয়ে তোলেন প্রতিপক্ষের রক্ষণ শিবির।

তবে ম্যাচের ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় ইন্টার মিলান। হাকান কালহানোগলুর কর্নার থেকে নেওয়া শট দর্শনীয় এক হেডে বল জালে জড়ান মার্তিনেজ।

এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরে এসি মিলানও ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে হার এড়াতে পারেনি দলটি।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিলান ডার্বিতে গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ। এবার সান সিরোতেই দুই দলের মাঝে পার্থক্য রচনা করলেন এই আর্জেন্টাইন।

ইতালিয়ান সিরি আ’য় দিনের আরেক ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিগের শীর্ষে থাকা দল নেপোলি।লিগে ২১ ম্যাচে ১৮ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার। আর ৩৮ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থানে ছয়ে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৭   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ