টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইডিইবির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইডিইবির শ্রদ্ধা
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইডিইবির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুরে আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
এর আগে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণের শপথ গ্রহণ করেন।
পরে বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদসহ অন্যরা।
এ সময় সংগঠনের সহ-সভাপতি (হেড কোয়ার্টার) মো. ফজলুর রহমান খান, সহ-সভাপতি (ঢাকা) বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, সহ-সভাপতি (চট্টগ্রাম) জাফর আহমেদ সাদেক, সহ-সভাপতি (কুমিল্লা) মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি (ফরিদপুর) কেএম আমিনুল ইসলাম, সহ-সভাপতি (ময়মনসিংহ) অজয় কুমার সরকার, সহ-সভাপতি (বরিশাল) মো. মিজানুর রহমান, সহ-সভাপতি (রাজশাহী) মো. কবির উদ্দিন, সহ-সভাপতি (রংপুর) মাহাবুবার রহমান, সহ-সভাপতি (সিলেট) মো. নজরুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, মো.সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুস্তাসীর হাফিজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম তাপস, দপ্তর সম্পাদক মো. শাহজাহান কবির, লাইব্রেরী সম্পাদক আ.ম সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক নিগার বানু, চাকরি বিষয়ক সম্পাদক মোহাম্মদ দস্তগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম গোলাম মোহাম্মদ, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মিজি, আইডিইবি গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বিএম ইছানুল কবীর , সাধারণ সম্পাদক প্রকৌশলী. মো. আব্দুল হালিম খান, আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য, সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলীগণ ও আইডইবির বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:০৮   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে দুই উপদেষ্টা
কারফিউ চলছে গোপালগঞ্জে,সন্ধ্যা ৬টা পর্যন্ত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম
গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
গোপালগঞ্জে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ