হতদরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন : বিমান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হতদরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন : বিমান প্রতিমন্ত্রী
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



হতদরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন : বিমান প্রতিমন্ত্রী

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বড় বড় উন্নয়ন হচ্ছে। দেশীয় টাকায় পদ্মা সেতু, মেট্রোরেল, সিলেট কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর এয়ারপোর্টের উন্নয়ন কাজ হচ্ছে। হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট সাতছড়ি চা বাগানে যাওয়ার ব্রীজ,মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর, ২০ নম্বর চা বাগানে বড় ব্রীজ তৈরি করা হয়েছে। মন্দির মাদ্রাসার কাজ হচ্ছে, নোয়াপড়া মাদ্রাসায় ৪ কোটি টাকার বিল্ডিং হয়েছে। মাধবপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। গর্ভবতী ভাতা সহ বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। এমন কোনো দিক নাই যে শেখ হাসিনা সরকার উন্নয়ন করেনাই। এই সরকারের আমলে শতভাগ বিদ্যুৎ দিয়েছে। চা শ্রমিক, হতদরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। কৃষকদের বিনামূল্যে সার বীজ, কীটনাশক, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ফলে এবছর কৃষকদের বাম্পার ফলন হয়েছে। চা শ্রমিকরা আমাদের এলাকার অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী তাদের কথা চিন্তা করেন। চা শ্রমিকদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের কাতারের সৈনিক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা ভাতা ও বাই সাইকেল বিতরণ এবং উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের মোট ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে জন প্রতি ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ কালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে, ও সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল নাজিমের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,মাধবপুর সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জাহেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৯:২৮:০১   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২০২৬ ফিফা বিশ্বকাপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আমরা সবাই ধানের শীষের কর্মী, এটাই বড় পরিচয়: খোরশেদ
নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম
ফতুল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষক দলের দোয়া
সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি: মান্নান
৫৪ বছরে সর্বোচ্চ নির্যাতনের শিকার খালেদা জিয়া: মাসুদুজ্জামান
জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ