দুই উৎসব বরণে প্রস্তুত রাজধানীবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই উৎসব বরণে প্রস্তুত রাজধানীবাসী
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



---

ভালোবাসা দিবস আর বসন্ত বরণে প্রস্তুত রাজধানীবাসী। গেল তিন বছরের মতো এবারও দুটি উৎসবই উদযাপন করা হবে একই দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। নিজেকে সাজাতে তাই ফুল ও পোশাকের দোকানে ভিড় করছে উৎসবপ্রিয় বাঙালি। ক্রেতারা বলছেন, অন্য বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি। আর বিক্রেতারা বলছেন, দুই উৎসব একসঙ্গে হওয়ায় বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে।

ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। নারীর খোপায় কিংবা পুরুষের হাতে ফুলের মোহন সৌন্দর্য শোভা ছড়ায় উৎসবে-পার্বনে। ভালোবাসার রঙে বসন্ত বরণে গোলাপ, জারবেরা, গাঁদা আরও কতশত ফুল সেজেছে দোকানে দোকানে।

প্রিয় থেকে প্রিয়তম সবার অপেক্ষা ভালোবাসার উৎসবে ফাগুন রঙিন দিনের।

‘জোটে যদি একটি পয়সা খাদ্য কিনে নিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে ফুল কিনে নিও হে অনুরাগী’। দাম যা-ই হোক কবির আহ্বানে যেন ছুঁয়ে গেছে বসন্তবিলাসী মন।

ফুল কিনতে আসা এক নারী বলেন, ‘সবারই বিশেষ কোনো ব্যক্তি থাকে, যাকে কিছু দিতে ইচ্ছা করে। তো ভালোবাসা দিবসে এমন কিছু করার উদ্দেশে আমি ফুল নিতে এসেছি।’

তবে ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও ফুলের এতটা দাম ছিল না। কিন্তু ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসব ঘিরে ফুলের দাম অনেক বেড়ে গেছে।

চড়ামূল্যের বাজারে বিকিকিনি যা হচ্ছে তাতে ভালোই যাচ্ছে কেটে। সৌখিন বিক্রেতাও বাদ যায় না উৎসবের ভাগ নিতে।

বিক্রেতারা বলছেন, গতবার খুব ভালো বেচাকেনা হয়েছে। এবার আরও বেশি বিক্রি হবে বলে আশা করছি।

বাসন্তি হাওয়া লেগেছে শহুরে কেনাকাটায়। ফুলের রঙে পোশাকেও ফুটেছে ভালোবাসার সব রঙ। লাল হলুদই চোখে পড়েছে বেশি। সব শ্রেণিপেশা, বয়স, ধর্ম-বর্ণ যেন মিলতে প্রস্তুত একই উৎসবের মোহনায়।

ক্রেতারা বলছেন, নতুন পোশাক পরার অনুভূতি অন্য রকম। নতুন পোশাক পরে দিনটি ভালোভাবে কাটাব, সেটাই ভালোবাস দিবস আর বসন্ত বরণের আনন্দ। তাই পছন্দের পোশাক কিনতে এসেছি।

নামিদামি ব্র্যান্ড, ছোট উদ্যোক্তা সবাই সামিল উৎসবে। ছাড় দিয়েও কাটতি বাড়াচ্ছেন অনেকে।

সব ভেদাভেদ ভুলে বছরজুড়েই ভালোবাসার সৌরভ ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে। রঙ যেন সব মর্মে লাগে। এমন প্রত্যাশা সবার।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৬   ১২৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে - স্পীকার
সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোময়ন
দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান
প্রকল্পের টাকা নয়ছয় ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ
চ্যাম্পিয়ন্স লিগ: পিএসজিকে হারিয়ে সেমিফাইনালে এগিয়ে থাকলো ডর্টমুন্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ