শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
রবিবার, ৩ আগস্ট ২০২৫



শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ

মাত্র ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও প্রায় হারতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জেসন হোল্ডারের নৈপুণ্যে টানা সপ্তম হারের লজ্জা থেকে মুক্তি পেল ক্যারিবীয়রা। ইনিংসের শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৬ ম্যাচ পর দলকে জয়ের স্বাদ দিলেন তিনি।

লডারহিলে রোববার (৩ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটের ব্যবধানে হারাল শাই হোপের দল। ১৩৪ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় তুলে নিলো তারা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায়ও ফিরলো ক্যারিবীয়রা।

টি-টোয়েন্টিতে উইন্ডিজকে পরাশক্তিধর ধরা হলেও, এ সংস্করণটিতেই সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে তারা। রভম্যান পাওয়েলের পর শাই হোপের কাঁধে নেতৃত্ব তুলে দিলেও বদলায়নি চিত্র। সবশেষ তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে তারা। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ধবলধোলাই। মাঝে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ না জিতলে তাদের হারের সংখ্যাটা হতো টানা ১২। আজকের ম্যাচ বাদ দিয়ে সবশেষ ২০ ম্যাচের মধ্যে ১৭টিতেই হেরেছে তারা। দুটিতে জিতেছে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

রোববার সহজ লক্ষ্য পেয়েও জয় পেতে ঘাম ঝরেছে ক্যারিবীয়দের। ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে তো ম্যাচ-ই থেকেই প্রায় ছিটকে গিয়েছিল তারা। শেষদিকে গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড আর জেসন হোল্ডাররা হাল না ধরলে জয়টা আর পাওয়া হতো না। এদিন প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে শাই হোপের ৩০ বলে ২০ আর রস্টন চেজের ১৯ বলে ১৬ রান ছাড়া বাকিরা দ্যুতি ছড়াতে পারেননি। এরপর গুদাকেশ মোতির ২০ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২৮ রানের ইনিংসে লড়াইয়ে টিকে থাকে স্বাগতিকরা। মোতি রান আউট হওয়ার ৫ বলে ৩ রান করে আউট হন কেসি কার্টি।

অষ্টম উইকেটে হাল ধরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন শেফার্ড ও হোল্ডার। কিন্তু শাহিন আফ্রিদির করা শেষ ওভারের দ্বিতীয় বলে শেফার্ড এলবিডব্লিউ হলে ফের শঙ্কা জাগে। ওভারের শুরুর আগেও ৬ বলে ৮ রান যেখানে সহজ মনে হচ্ছিল, সেটা মুহূর্তেই কঠিন হয়ে দাঁড়ায়। তৃতীয় থেকে পঞ্চম বলে এক ওয়াইডসহ মাত্র ৪ রান দেন শাহিন। শেষ বলে প্রয়োজন পড়ে ৩ রানের, স্ট্রাইকপ্রান্তে হোল্ডার। ধারাভাষ্যকারদের কণ্ঠে যখন সুপার ওভারের আলোচনা তখন ব্যাকওয়ার্ড স্কোয়ারে বাউন্ডারি হাঁকিয়ে সে আলোচনা থামিয়ে দেন হোল্ডার। ৬ হারের পর সপ্তম টি-টোয়েন্টিতে গিয়ে জয়ের দেখা পায় ক্যারিবীয়রা। একইসঙ্গে বাঁচিয়ে রাখে সিরিজও।

স্বল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে জয়ের আশা দেখাতে এদিন বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন তিন স্পিনার মোহাম্মদ নাওয়াজ, সুফিয়ান মুকিম ও সাইম আইয়ুব। ৪ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন নাওয়াজ। সমান সংখ্যক ওভার করে সাইম ২০ রান খরচায় ২ আর ১৯ রান খরচায় ১ উইকেট নেন সুফিয়ান।

প্রথম ম্যাচে একই মাঠে আগে ব্যাট করে ১৭৮ রান তুলে ১৪ রানের জয় পেয়েছিল পাকিস্তান। তবে এদিন ব্যাটারদের ব্যর্থতায় পর্যাপ্ত পুঁজি তুলতে পারেনি তারা। নাওয়াজের ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস, সালমাল আলী আঘার ৩৩ বলে ৩৮ আর ফখর জামানের ১৯ বলে ২০ রান ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘরেই প্রবেশ করতে পারেননি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামতে হয় পাকিস্তানকে।

৪ ওভার বল করে ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে বল হাতে একাই ধসিয়ে দিয়েছিলেন হোল্ডার। ব্যাট হাতেও জয় নিশ্চিত করে তিনি ভাগিয়ে নিলেন ম্যাচসেরার পুরস্কার।

দুদলের সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল ভোরে।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৪   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে জিতল মায়ামি
ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার
গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ