ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

৫৯০ - দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ - বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১১১৩ - পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।

১৭৫৯ - লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।

১৭৬৪ - স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৯৮ - রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮০৪ - সার্বী‌য় বিপ্লব শুরু হয়।

১৮৩৫ - আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।

১৮৬২ - আমেরিকার গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৮৭৯ - নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।

১৯২৩ - গ্রিস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এ সময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দি হয়।

১৯৭১ - ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়।

১৯৭৬ - গণভোটে কিউবার সংবিধান গৃহীত হয়।

১৯৮৯ - সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করা হয়।

১৯৯৬ - বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৯ - কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেফতার হন।

জন্ম

১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।

১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৮২০ - সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।

১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।

১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৮৬৩ - কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।

১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।

১৯১৬ - শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।

১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯৩০ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।

১৯৩১ - ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।

১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।

১৯৪৭ - কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

৭০৬ - লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট।

৭০৬ - তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট।

১১৪৫ - পোপ দ্বিতীয় লুসিয়াস।

১৮৪২ - আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।

১৮৬৯ - মির্জা গালিব, ভারতীয় কবি।

১৯৪৮ - সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি।

১৯৫৯ - ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

আরও পড়ুন: রাশিফলে দেখে নিন, বুধবার কী আছে ভাগ্যে

১৯৮৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ - হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০০২ - হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা।

২০১৯ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।

২০২২ -

প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়।

ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।

বাংলাদেশ সময়: ৮:২০:১০   ১৪৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাহরাইনে যাচ্ছেন আরব নেতারা
চীন সফরে আরো সহযোগিতার আশা পুতিনের
সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী
১২ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি হামাসের
স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী
পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত
ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি বেড়ে ৫৭ জনে উন্নীত
ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া
রাফায় হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা যাবে না: ব্লিংকেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ