সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

সুদানের সহিংসতাপীড়িত করদোফান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বোমা হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগিরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, প্রবীণ ও শিশুও রয়েছে। এদিকে সুদানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে প্রাণঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা ও এএফপির।

চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে, র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) গত দুই দিন ধরে দক্ষিণ করদোফানের ডিলিং-এর আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে। ডক্টরস নেটওয়ার্ক বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছে।

সুদানের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাত তৃতীয় বছরে গড়িয়েছে। এতদিন দারফুর অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত হলেও সম্প্রতি এই যুদ্ধ সেখান থেকে সরে কৌশলগত কেন্দ্রীয় কেন্দ্রস্থলে স্থানান্তরিত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে করদোফানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

করদোফানজুড়ে চলমান সংঘাতের অংশ হিসেবে গত দুদিন ধরে ডিলিং-এর আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উভয় সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় আক্রমণ বন্ধ করতে এবং যুদ্ধে আটকা পড়াদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, সুদানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে প্রাণঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়। হামলার জেরে রাজধানী খার্তুম, পোর্ট সুদানসহ একাধিক বড় শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর অবকাঠামোগত হামলা হিসেবে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রিভার নাইল রাজ্যের আতবারা শহরে বিদ্যুৎকেন্দ্র এলাকায় আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ওই এলাকায় বর্তমানে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা জানান, প্রথম ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজে নিয়োজিত বেসামরিক প্রতিরক্ষার দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলাকালেই আরও বিপদ নেমে আসে।

ওই কর্মকর্তা জানান, আরএসএফ-এর দিক থেকে দ্বিতীয় দফা ড্রোন হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় উদ্ধারকাজে থাকা আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

এই ড্রোন হামলার ফলে শুধু বিদ্যুৎ বিপর্যয়ই নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এমন হামলা সুদানের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:১৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক
ট্রাম্পের গাজা পরিকল্পনা: কঠিন পরীক্ষার মুখোমুখি পাক সেনাপ্রধান মুনির
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ