বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ হাজার ১২৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩ হাজার ৬৫৯ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭২ জনের।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৯৩ জন এবং মারা গেছেন ১৫৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১ জন এবং মারা গেছেন ২৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ১২০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৭ জন।

একইসময়ে, তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ৬১ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৯ জন। পর্তুগাল আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন এবং মারা গেছেন ১৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ১৮ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন ১২ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৯৯ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮৭ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮০ লাখ ৮ হাজার ৪০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:২২:১৬   ২৭৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
তেলআবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাৎ
বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান
মহাকাশ থেকে অগ্ন্যুৎপাতের কথাও জানাবে স্যাটেলাইট নিসার
প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
রাশিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের ‘প্রস্তুতি’ নিচ্ছেন ট্রাম্প?
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ