বাংলাদেশ-যুক্তরাজ্য এলডিসি উত্তরণকেন্দ্রিক দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-যুক্তরাজ্য এলডিসি উত্তরণকেন্দ্রিক দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশ-যুক্তরাজ্য এলডিসি উত্তরণকেন্দ্রিক দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত

বাংলাদেশ ও যুক্তরাজ্য (ইউজে) আজ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরনের আগে-পরের পারস্পারিক সমৃদ্ধির স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্ব বাড়াতে সম্মত হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সংলাপে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং যুক্তরাজ্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য কমিশনার অ্যালান গেমেল।
বাণিজ্য সচিব বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এই সম্পর্কটি পারস্পারিক স্বার্থ ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ বর্দ্ধিত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে অত্রন্ত আগ্রহী।’ এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করতে আগ্রহী বিদেশী কোম্পানিগুলোর জন্য লেভেল-প্লেইং ফিল্ড তৈরির গুরুত্বের ওপর জোর দেয়া হয়। বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে ব্রিটিশ বেসরকারি খাতের সাথে একটি বাণিজ্যসংক্রান্ত বিরোধ নিরসন পদ্ধতি অনুসরন নিয়ে আলোচনায় বসার জন্যও যুক্তরাজ্য বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।
বিটিশ্র ্েট্রড কমিশনার ফর সাউথ এশিয়া বলেন, ‘একটি অনুকূল ব্যবসায়-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা অপসারণ করা হলে, উভয় দেশের জন্য তা লাভজনক এবং যুক্তরাজ্যের ব্যবসার জন্য এক দারুণ সুযোগ হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের সম্ভাবনার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, যা আমাদের উভয়ের অর্থনীতি প্রবৃদ্ধি সহায়ক হবে।’ যুক্তরাজ্য বৈশ্বিক মহামারির ব্যাপক অভিঘাত এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সহনশীলতার প্রশংসা করে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৬   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
‘খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন’
প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত
তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা
বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান
ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু
বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির
নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ