পাকিস্তানে প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



পাকিস্তানে প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের নির্বাচনের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করার বিষয়ে এই বৈঠক আহ্বান করেছিলেন আরিফ আলভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবর, নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি যেহেতু এখনো আদালতে বিবেচনাধীন তাই প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রয়োজন নেই।

প্রেসিডেন্টের বৈঠকের আহ্বানের জবাবে এক চিঠিতে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকায় প্রধান নির্বাচন কমিশনার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেননি। সোমবার (২০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বৈঠকে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

নির্বাচন কমিশনের সচিব ওমর হামিদ খানের স্বাক্ষরে প্রেসিডেন্টের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে জরুরি বৈঠকের আমন্ত্রণ জানিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির চিঠি কমিশনে বিবেচনার জন্য রাখা হয়েছিল।

চিঠিতে বলা হয়, ‘কমিশন তার সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে ভালভাবে সচেতন এবং এরই মধ্যে ৮ ফেব্রুয়ারি তারিখের সম্পূর্ণ পটভূমি ব্যাখ্যা করে পূর্বের চিঠির প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে কমিশন।’

চিঠিতে আরও বলা হয়েছে, সংবিধানের ১১২ অনুচ্ছেদের সঙ্গে অনুচ্ছেদ ১০৫ মিলিয়ে পাঠ করলেই প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে নির্বাচনের তারখি ঘোষণার উপায় বের হয়ে আসে। ফলে সে হিসেবে এখনো সময় আছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:২০   ২৭৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরাইলের তীব্র হামলার মধ্যে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ালো
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির
ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ