অর্থের বিনিময়ে ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু ব্যাজ’ চালু অস্ট্রেলিয়ায়

প্রথম পাতা » আন্তর্জাতিক » অর্থের বিনিময়ে ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু ব্যাজ’ চালু অস্ট্রেলিয়ায়
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



অর্থের বিনিময়ে ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু ব্যাজ’ চালু অস্ট্রেলিয়ায়

অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড সুবিধা চালুর ঘোষণার পর এ নিয়ে চলছে নানা বিতর্ক। আলোচনা আর সমালোচনার মধ্যেই অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করল মেটা কর্তৃপক্ষ।

ফেসবুক ও ইনস্টাগ্রামে সম্প্রতি অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েডের সুবিধা চালুর ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেন, প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ‘ব্লু ব্যাজ’ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।

সাবস্ক্রিপশন পরিষেবার ভিত্তিতে ব্যবহারকারী অ্যাকাউন্ট ভেরিফাই এবং ব্লু ব্যাজ নিতে পারবেন। এর মাধ্যমে যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা এবং গ্রাহক সহায়তায় সরাসরি যোগাযোগের সুযোগ থাকছে। এই ঘোষণার পর চলছে আলোচনা-সমালোচনা আর বিতর্ক।

যদিও এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।

এক অস্ট্রেলীয় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমি অর্থের বিনিময়ে এই সুযোগ নিতে চাই না। কারণ আমি শুধু সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করি। সুতরাং আমার মনে হয় না, এটা টাকা দিয়ে ব্যবহারের প্রয়োজন আছে।

অন্য এক ব্যবহারকারী বলেন, আমি এর পেছনে টাকা খরচ করব না। আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিয়েছি। কারণ এজন্য আমার সময় অপচয় হয়।

যদিও প্রযুক্তিবিদরা বলছেন, নতুন নিয়ম চালু হলে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বাড়বে।

বাংলাদেশ সময়: ১২:১৬:৪৫   ৩০৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক
ট্রাম্পের গাজা পরিকল্পনা: কঠিন পরীক্ষার মুখোমুখি পাক সেনাপ্রধান মুনির
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন
বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ