আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা
বুধবার, ১ মার্চ ২০২৩



আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) পাঁচ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। যা মূল এডিপি বরাদ্দের ১ দশমিক ৯৬ শতাংশ।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনইসি সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সভার কার্যপত্রে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে মোট এক হাজার ৪৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ২৫০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৮৫টি।

এছাড়া, ৬৩৩টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা, বৈদেশিক অর্থায়ন প্রাপ্তির সুবিধার্থে ১৫০টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ও স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ২৬টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে সংযোজিত রয়েছে।

এসব প্রকল্প অনুমোদন লাভের পর নতুন অনুমোদিত প্রকল্পগুলোতে বরাদ্দ প্রদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ১৫টি সেক্টরের অনুকূলে ‘থোক বরাদ্দ’ বাবদ রাখা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অনুকূলে পাঁচটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে তিনটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ৪৬০ কোটি টাকা, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) বাবদ মোট ১০০ কোটি টাকা ও ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ বাবদ মোট এক হাজার ১৫৯ কোটি টাকা রাখা হয়েছে।

১০টি উন্নয়ন সহায়তা খাতে সর্বমোট চার হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা মোট এডিপি বরাদ্দের ১ দশমিক ৭১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৮   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে
বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন
তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা
শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি
১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থান
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ