আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা
বুধবার, ১ মার্চ ২০২৩



আরএডিপিতে থোক বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) পাঁচ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। যা মূল এডিপি বরাদ্দের ১ দশমিক ৯৬ শতাংশ।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনইসি সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সভার কার্যপত্রে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে মোট এক হাজার ৪৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ২৫০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৮৫টি।

এছাড়া, ৬৩৩টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা, বৈদেশিক অর্থায়ন প্রাপ্তির সুবিধার্থে ১৫০টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ও স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ২৬টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে সংযোজিত রয়েছে।

এসব প্রকল্প অনুমোদন লাভের পর নতুন অনুমোদিত প্রকল্পগুলোতে বরাদ্দ প্রদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ১৫টি সেক্টরের অনুকূলে ‘থোক বরাদ্দ’ বাবদ রাখা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অনুকূলে পাঁচটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে তিনটি উন্নয়ন সহায়তা বাবদ মোট ৪৬০ কোটি টাকা, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) বাবদ মোট ১০০ কোটি টাকা ও ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ বাবদ মোট এক হাজার ১৫৯ কোটি টাকা রাখা হয়েছে।

১০টি উন্নয়ন সহায়তা খাতে সর্বমোট চার হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা মোট এডিপি বরাদ্দের ১ দশমিক ৭১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৮   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় অবহেলিত ‘পাকিস্তানি খাদে’ ৪০ বছরের দুর্ভোগের অবসানের আশ্বাস ডিসির
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ
রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
আদালতকে ‘ভুল তথ্য’ দিয়ে জামালপুরে সরকারি জমি দখলে নেয়ার অভিযোগ
জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত
দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ