রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত
শনিবার, ৪ মার্চ ২০২৩



রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম খালেক পাম্পের পাশে ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮), বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান (১৮) ও মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র তানভির খান হেমন্ত (২১)।

আহত হেমন্ত বলেন, ‘আমাদের সবার বাসা দারুস সালাম এলাকায়। আজকে আমার জন্মদিন ছিল। চারজন বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলাম। পাশেই একটি ছেলে নেশা করছিল। সে আমাদের বন্ধু রাফিকে ডাক দেয়। রাফি ওই ছেলের কাছে গিয়ে বলে-তোকে চিনি না, নেশা করছিস আবার আমারে ডাকিস কেন! এ কথা বলার পর ওই ছেলেকে চর থাপ্পড় মারে রাফি।’

হেমন্ত আরও বলেন, ‘কিছুক্ষণ পর একই এলাকার আরাফাত রাব্বি ও হৃদয়সহ কয়জন ঘটনাস্থলে এসে প্রথমে আমাদের বন্ধু রাফিকে মারধর করে। ঠেকাতে গেলে রাব্বির কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে তিনজনকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তারা। পরে আমাদের আহত অবস্থায় স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, আহত তিনজনের মধ্যে আলিফের পেটে, রায়হানের পিঠে, পেটে ও হেমন্তের পিঠ এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এর মধ্যে আলিফের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:৩৪:২০   ২৬৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ