টি-টোয়েন্টিতে এই দলকেই সেরা বলছেন হাসান

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টিতে এই দলকেই সেরা বলছেন হাসান
শনিবার, ১১ মার্চ ২০২৩



টি-টোয়েন্টিতে এই দলকেই সেরা বলছেন হাসান

টি-টোয়েন্টি ক্রিকেটের জন্ম প্রায় ১৭ বছর। তবে এখনো পর্যন্ত ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নিজেদের সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। বড় কোনো সাফল্যও দেয়নি ধরা। নানা সময়ে অধিনায়ক কিংবা খেলোয়াড় বদলেও আহামরি সফলতা মেলেনি। তবে সবশেষ চলমান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খেলছে একদম তরুণ ক্রিকেটারদের নিয়ে।

অভিজ্ঞ সাকিব আল হাসানের নেতৃত্বে এই দলে বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর আনন্দ এই সাকিবের দলই এনে দিয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামার আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এনেছিলেন পেসার হাসান মাহমুদ। সেখানে তরুণ এই পেসার বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

প্রথম ম্যাচে হাসান ডেথ ওভারে করেছেন অসাধারণ বোণিং। তবে ডেথ ওভারের চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তরুণ এই পেসার, ‘অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।’

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।’

বাংলাদেশ সময়: ১৬:০৩:২১   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম - ক্রীড়া উপদেষ্টা
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, বড় হার মায়ামির
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১১৪ বছর বয়সে দুর্ঘটনায় মারা গেলেন কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং
পিএসজিকে মাটিতে নামিয়ে শিরোপা জিতল চেলসি
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার
রেকর্ড জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
নাটকীয় ম্যাচে তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ