মিথ্যা মামলায় খালাস পেলেন আর্জেন্টিনা সমর্থক মাসুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিথ্যা মামলায় খালাস পেলেন আর্জেন্টিনা সমর্থক মাসুদ
বুধবার, ১৫ মার্চ ২০২৩



মিথ্যা মামলায় খালাস পেলেন আর্জেন্টিনা সমর্থক মাসুদ

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : মীম আক্তারের সাজানো মিথ্যা মামলা থেকে খালাস পেলেন জামালপুরের আলোচিত আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ। তিনি দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক। ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম এ খালাস দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া হামিদপুর গ্রামের মজনু আকন্দের মেয়ে মীম আক্তার ও মাসুদের সাথে সাভার স্মৃতিসৌধে পরিচয় হয়। পরিচয় হওয়ার কিছুদিন পরেই তাদের বাড়ীতে মীম ও তার মা রেখা বেগম বেড়াতে আসে। পরবর্তীতে এ সম্পর্কের সূত্র ধরেই মীম ও মাসুদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরেই মীমের মা রেখা ও বোন মুক্তার কথায় মাসুদের বাচ্চা নষ্ট করে মীম। এই নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং কলহের এক পর্যায়ে মাসুদ মীমকে তালাক প্রদান করে। তালাকের কাগজ পেয়েই ২০১৮ সালে মীম মাসুদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। জিআর মামলা নং -২২/১৯।

দীর্ঘ ৫ বছর আইনী লড়াই করেন মাসুদুর রহমান। তার বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ১১(গ) ধারার অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত না হওয়ায় মাসুদুর রহমানকে অভিযোগের দায় হইতে খালাস দেওয়া হয়।

এবিষয়ে মাসুদুর রহমান কালবেলা কে জানান, এই মামলাটি ছিল সম্পূর্ণ সাজোনো মিথ্যা মামলা। দীর্ঘ ৫ বছর আইনী লড়াই করে খালাস পেয়েছি।

এ মামলার আইনজীবী আব্দুর রউফ গফুর বলেন, সাংবাদিক মাসুদকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়ে ছিল। কয়েকজন সাক্ষী-প্রমাণ দ্বারা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি- এটি একটি সাজানো মিথ্যা মামলা। তাই বিজ্ঞ আদালত তাকে খালাস দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৩   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই
ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে বিলবাওকে ১ হালি দিলো বার্সেলোনা
এবার ঘরের মাঠে নটিংহ্যামের কাছে বিধ্বস্ত লিভারপুল
ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
ভূমিকম্পে মেট্রো স্টেশনের দেয়াল ও ফ্লোরে ফাটল, খুলে পড়েছে টাইলসও
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত : মুনিরুজ্জামান
ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৌশভোজের আয়োজন
টেলিকমসহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে: আমির খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ