দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপ মেনে নেবো না: আব্দুর রাজ্জাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপ মেনে নেবো না: আব্দুর রাজ্জাক
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপ মেনে নেবো না: আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন বিদেশী শক্তি হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনক্রমেই মেনে নেবো না।
আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন কিভাবে করা যায়, সে বিষয়ে তাদের ভালো কোন পরামর্শ বা আধুনিক প্রযুক্তির বিষয়ে বললে আমরা তা ভেবে দেখবো। বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।
তিনি বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোন পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নিবো।
আওয়ামী লেিগর সভাপতিমন্ডীর সদষ্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা এ ব্যতিক্রমী আয়োজন করেছি। এর মাধ্যমে গ্রামের গরীব মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে কৃষি মন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে এবং দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহুর্ত সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন, বাঙালী-অবাঙালী সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ এবং মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা দেন। ধনবাড়ী উপজেলার ৫ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ এবং সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুর রাজ্জক। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১০   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল ও ট্রলার জব্দ
ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচি নিয়ে ২২ এপ্রিল মাঠে নামছে ডিএনসিসি
‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট গিনেস বুকে নেওয়ার চেষ্টা করছি’
সর্বজনীন পেনশন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন ডিসি
বন্দরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২
২২ এপ্রিল ন্যাপ এক্সপো’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - পরিবেশমন্ত্রী
এথেন্স সম্মেলনে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ
গণপূর্তমন্ত্রীর সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ