চাঁদপুরে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৫০ কেজি জাটকা জব্দ : ১১ জেলে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৫০ কেজি জাটকা জব্দ : ১১ জেলে আটক
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



চাঁদপুরে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৫০ কেজি জাটকা জব্দ : ১১ জেলে আটক

জেলার হাইমচর উপজেলা ও সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর সীমানায় টাস্কফোর্স ও নৌ পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে পৌনে ২ লাখ মিটার কারেন্ট জাল, ১৫০ কেজি জাটকা ইলিশসহ ১১ জেলে আটক করেছে।
জানা যায়, চাঁদপুরের হাইমচরে উপজেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে এসব তথ্য জানান হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ মাসের গত ২৪ ঘন্টায় ৭ এপ্রিল রাত ৯ টা পর্যন্ত অভিযানে হাইমচর উপজেলায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সম্মিলিত অভিযানে মোবাইল কোর্টেও আওতায় ৪ জেলে আটক করা হয়। মোবাইল কোর্ট এর মধ্যে ১ জনের ১ মাসের কারাদন্ড এবং বয়স বিবেচনায় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৩ জেলেকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
অপরদিকে একই দিনে নৌপুলিশ নীলকমল ফাঁড়ি কর্তৃক নিয়মিত অভিযানে ৭ জেলে আটক করা হয়। এর মধ্যে ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক অভিবাবকের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়। বাকী ৪ জেলের বিরুদ্বে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এসব অভিযানে জব্দ করা হয় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল এবং ৫০ কেজি জাটকা ইলিশ। কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকা ইলিশ গরীবদের মাঝে বিতরণ করা হয়।
এদিকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্টজাল ও ১০০ কেজি জাটকা জব্দ করেছে টাস্কফোর্স।
শুক্রবার বিকেল ৪টা থেকে রাত নয়টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথীর নেতেৃত্ব অভিযান পরিচাালিত হয়।
অভিযানে অংশগ্রহনণারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের টের পেয়ে জেলেরা নদীতে জাল পেতে পালিয়ে যায়। পরে তাদের পেতে রাখা জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৩:০৫   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে - তৈয়্যব
আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন : আমীর খসরু
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছরে পূর্তি উৎসব পালিত
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
কুমিল্লায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ