ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১১ হাজার ছাড়াল, মৃত্যু ২৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১১ হাজার ছাড়াল, মৃত্যু ২৯
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১১ হাজার ছাড়াল, মৃত্যু ২৯

ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজারের বেশি, যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২১ আগস্ট একদিনে সর্বোচ্চ ১১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শুক্রবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯ জন। এ নিয়ে টানা পাঁচ দিন দেশটিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী দেখা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিডে মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। এখন পর্যন্ত দেশটিতে মোট ৯২ কোটি ৩৪ লাখ কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৪২ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০ দশমিক ১ শতাংশ।

এর আগে বুধবার (১২ এপ্রিল) ভারতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের ওপরে চলে যায়।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আগেই জানিয়েছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে।

স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৮   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় ঝটিকা অভিযান, ২৭ বাংলাদেশিসহ আটক ১৩৩
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ৪ থেকে ৭ জানুয়ারি চীন সফর করবেন
বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের
আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
তাইওয়ানের আশপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই, বললেন ট্রাম্প
মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত দলের জয় দাবি
মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ