সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

সেল্তা ভিগোকে হারিয়ে লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমিয়েছে রিয়াল মাদ্রিদ। দুদলের মধ্যে এখন ব্যবধান ৮ পয়েন্টের।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২২ এপ্রিল) রাতের ম্যাচে সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন মার্কো আসেনসিও ও এদের মিলিতাও।

লিগ শিরোপার দৌড়ে অনেকটা প্রায় ছিটকে পড়েছে রিয়াল। বার্সা যদি কোনো অঘটনের শিকার না হয়, তাহলে আর কোনো সম্ভাবনাই নেই লস ব্লাঙ্কোদের জন্য। তার আগে লিগে বাকি থাকা নিজেদের সব ম্যাচে জয় তুলে নিতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে অপেক্ষাকৃত দুর্বল ভিগোকে শুরু থেকে আক্রমণে ব্যস্ত রাখে রিয়াল। তবে জালের দেখা পেতে তাদের বেশ ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। প্রথম ৪০ মিনিটে ১০টি শট নিয়েও ব্যর্থ হয় তারা। অনেক চেষ্টার পর ৪২তম মিনিটে আসে সাফল্য। দানি সেবাইয়োসের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আসেনসিও।

রিয়ালের পরের গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। কর্নার থেকে আসেনসিওর ক্রস ডি-বক্স থেকে হেডের সাহায্যে জালে পাঠান মিলিতাও। এরপর আক্রমণে কিছুটা পিছিয়ে পড়ে রিয়াল। তবে সুযোগ তৈরি করতে পারেনি ভিগোও। পুরো ম্যাচে ১২টি শট নিয়ে তারা ২টি লক্ষ্যে রাখলেও সেগুলো প্রতিহত করে দেন থিবো কর্তোয়া।

৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে সেল্তা ভিগো।

বাংলাদেশ সময়: ১২:০৩:১৯   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন
ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বার্সেলোনার
বাংলাদেশ ভারতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং
জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি
রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ