সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।
আজ বিকালে তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সদরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৭ নির্বাচনী আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ভূইয়া, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন প্রমুখ।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ কোনদিন বন্দুকের নলে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছেও বিএনপি যেতে পারবে না। তারা জনতার আস্থা হারিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দুর্বারগতিতে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দূরদর্শিতায় পার্বত্য শান্তিচুক্তিসহ সমুদ্র বন্দর নির্মাণ, সমুদ্রের নীচে টানেল নির্মাণ, পদ্মা সেতু সহ নানাবিধ উন্নয়নের ফলে বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়নে আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বরুড়া উপজেলার মনোহরপুর গ্রামে নলুয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ২য় ও ৩য় তলার ভবন উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূইয়া পাঠাগার উদ্বোধন, মুক্তিযোদ্ধা কর্ণার এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূইয়ার নামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে কুমিল্লা আসার পথে চান্দিনা উপজেলার পৌর আধুনিক মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, উপজেলা চেয়ারম্যান তপন বকসীসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ