গাজীপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ২১ জন দগ্ধ

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ২১ জন দগ্ধ
সোমবার, ১ মে ২০২৩



গাজীপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ২১ জন দগ্ধ

গাজীপুর মহানগীর কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ সোমবার মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। তারা হলেন ফজলু (৫৫), সোহেল (২৫), চাঁন মিয়া (২৮), সবুর (৩০), কামাল (৫২), আবুল (৫০) আরিফুল (২৫), রাকিব (৩৫), রাসেল (৩০), হারুন (৩৫), তছির (৪০), আল আমিন (৩০), আসলাম (৩৫), ফজলুল হক (৩৫), খোকন (৩০) ও আব্দুল হক (৩০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেয়া হয়েছে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বাসসকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুনও নেভানো হয়েছে। গ্যাস লাইনের ওভারফ্লো থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বাসসকে জানান, ‘গাজীপুর থেকে অগ্নিদগ্ধ ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এছাড়া, ৭ জনকে ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪২   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


ব্যক্তিগত বাড়িঘরে আক্রমণ নজিরবিহীন : মোজাম্মেল হক
কাপাসিয়া হবে স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছাত্রলীগ নামধারী খুনিদের সর্বোচ্চ শাস্তি হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে: প্রতিমন্ত্রী সিমিন
কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত, ৭ বগি লাইনচ্যুত
সুনাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউট শিক্ষার গুরুত্ব অপরিসীম : সিমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ