একাদশে আজ একাধিক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » একাদশে আজ একাধিক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ
রবিবার, ১৪ মে ২০২৩



একাদশে আজ একাধিক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে রোববার (১৪ মে) আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতেছিল টাইগাররা। অর্থাৎ তৃতীয় ওয়ানডেতে জিতলে সিরিজ জেতার সুযোগ তামিম ইকবাল বাহিনীর।

সিরিজ জয়ের প্রশ্ন থাকলেও তৃতীয় ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের দিনই এ আভাস দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ওপেনিং এবং লেট মিডলঅর্ডার নিয়ে এখনও সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। তাই এসব জায়গায় অন্য কাউকে বাজিয়ে দেখার চেষ্টা করতে চান হাথুরু।

এটা হতে যাচ্ছে হাথুরুর পরীক্ষা-নীরিক্ষার একটা মঞ্চ- প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই হয়তো সিরিজের আগ থেকেই সবার ভাবনায় এমন কিছু ছিল। বিশ্বকাপের আগে দল গোছাতে হলে খুব একটা সময় পাবে না বাংলাদেশ। আয়ারল্যান্ডের পর আফগানিস্তান সিরিজটাই সবেধন নীলমণি ম্যানেজমেন্টের জন্য। কারণ এশিয়া কাপে তো যাবে বিশ্বকাপের ছায়া।

আয়ারল্যান্ডের বিরূপ আবহাওয়ার সামনে পড়ে ভেস্তে যায় সব পরিকল্পনা। প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির কারণে অনুশীলনটা হয়নি মনমতো। তার ওপর বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে এখানকার পার্থক্যটা অনেক বেশি হওয়ায়, পরীক্ষার নীতি থেকে সরে আসেন হাথুরু। সিরিজটা শেষ করে ফিরে আসাটাই আপাতত তার প্রাথমিক লক্ষ্য। এভাবে ভাবছেন না দলের অন্য থিঙ্ক ট্যাঙ্করা। অন্তত বিসিবি বসের ইচ্ছা এখানেও যাচাই করা হোক কিছু ক্রিকেটারকে। তার পরিষ্কার কথা, ওপেনিং এবং লেট মিডলঅর্ডারে এখনও ঠিক স্থির নন ব্যাটাররা। জায়গা দুটোতে টুকটাক পরীক্ষা চালানোর সুযোগ আছে। তার এ কথা আবার নাকি মেনেও নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সুযোগ এবার তৃতীয় ম্যাচকে ঘিড়ে। স্পিনারদের নাজুক পারফরম্যান্স, মিরাজকে বোলিং না দেয়া, ওপেনিং এ পারফরম্যান্স গড়পড়তা হওয়ায় বিসিবি বসের মতে, পরিবর্তন কয়েকটা আসতেই পারে। সাকিব তো আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকেই গেছেন। তার জায়গায় বিসিবি কাকে খেলায়, সেটাও দেখার পালা।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৩   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ