‘আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই’
রবিবার, ২১ মে ২০২৩



‘আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই’

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও কাজ করছেন তিনি। গেলো রোজার ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন এই গায়িকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জুটিপ্রথায় বিশ্বাসী নয় বলে জানিয়েছেন পড়শী।

আসন্ন কোরবানির ঈদে জোভান আহমেদের সঙ্গে একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। এর আগেও কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা। নাটকে তাদের জুটি বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের।

এ দিকে জোভান-পড়শী জুটি হতে চলেছে কী না জানতে চাইলে? জবাবে পড়শী বলেন, আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই। তবে এটি সত্য, জোভানের সঙ্গে আমার অভিনয় দর্শক বেশি পছন্দ করছেন। এই জুটির ‘ভালোবাসার তিন দিন’ নাটকটির ভিউ কোটির ঘর ছাড়িয়েছে।

সেই সঙ্গে ‘লাভ স্টেশন’ নাটকের ভিউও প্রায় এক কোটি। এ কারণে নির্মাতারা আমাদের জুটি করে নাটক নির্মাণ করছেন। তবে অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করছি। সামনে তাদের সঙ্গে বেশি বেশি কাজ হতে পারে।

বর্তমানে পড়শী নাটকে নিয়মিত অভিনয় করায় গান থেকে দূরে সরে যাচ্ছেন কী? এমন প্রশ্নের উত্তরে এই গায়িকা বলেন, গান থেকে দূরে থাকা একেবারেই অসম্ভব। আমি গানের জগতের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে প্রাধান্য পাবে।

পড়শী আরও বলেন, অভিনয় আমার শখের জায়গা, অভিনয় করতে ভালো লাগে। আর নাটকেও সাফল্য আসছে। কাজটিও ভীষণ উপভোগ করছি। দর্শক যতদিন চাইবেন, গানের পাশাপাশি অভিনয় চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১২:১০:২৭   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নেতৃত্বে পরিবর্তন আনা হবে: গিয়াসউদ্দিন
প্রবীণ-ত্যাগী-প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের পাশে মাসুদুজ্জামান
উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি: ডিসি
‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা কারো একক দাবি নয় : প্রধান বিচারপতি
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ