আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?

প্রথম পাতা » খেলাধুলা » আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?
সোমবার, ২৯ মে ২০২৩



আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?

বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচটি। যার কারণে অতিরিক্ত দিনে খেলা গড়িয়েছে। সেখানেও হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। তবে সে সম্ভাবনা খুব কম।

সোমবার (২৯ মে) রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। নির্ধারিত ২৮ মে খেলা না হওয়ায় রিজার্ভ ডে-তে খেলা নেয়া হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ক্রিকেটভক্তদের জন্য সুখবর দিয়েছে। আজ গুজরাটের আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে জানিয়েছে গুগল। এ দিকে ওয়েদার ডট কম বলছে, রাত ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। এ সময়ের আগে ৬ থেকে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও জানা গেছে।

গুজরাট ভারতের একটি অন্যতম তাপপ্রবণ এলাকা। এখানে বৃষ্টির সম্ভাবনা কম থাকে। রোববারের বৃষ্টিকে অমৌসুমি বৃষ্টি বলছে দেশটির গণমাধ্যম। তবে ফাইনাল ম্যাচে যে বৃষ্টি হতে পারে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া মাধ্যম।

এদিকে সোমবারও যদি বৃষ্টি হয় এবং খেলা মাঠে না গড়ায়, তাহলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা গুজরাটকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাতে ব্যাক টু ব্যাক শিরোপা ছোঁয়ার অভিজ্ঞতা হবে হার্দিক পান্ডিয়া বাহিনীর। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি বঞ্চিত হবেন দলকে পঞ্চম শিরোপা জেতানোর সুযোগ থেকে। তবে ভক্তরা মুখিয়ে রয়েছেন মাঠের খেলা দেখার জন্য।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৪১   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ