দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী
বুধবার, ৫ জুলাই ২০২৩



দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির সদর দফতরে আয়োজিত দরবারে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি করতে হয়েছে এরপর বাজারে দামের ঝাঁজ কমে এসেছে। কিছুদিন আগে পেঁয়াজের দামও বেড়ে যায়, তখনও আমদানি করতে হয়েছিল। খাদ্য নিরাপত্তার পর এখন সরকারের লক্ষ্য খাদ্য সংরক্ষণ করা৷ যাতে কারও কাছে চাইতে না হয়।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের একটা বদনাম দেয়ার চেষ্টা করা হয়েছে। আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আজ আমরা সেটা করতে সক্ষম হয়েছি।

পদ্মা সেতু নির্মাণের সফল বাস্তবায়নের পর দাতাগোষ্ঠী ঋণ দেয়ার সময় আর শর্ত দেয়ার সাহস পায় না বলেও জানান তিনি৷

শেখ হাসিনা বলেন, আগে যারা মনে করত আমরা শুধু হাত পেতে চলব, এখন আর সেটা মনে করে না। আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ধার নিই, হাত পাতি না। তার সুদসহ ফেরত দেই। আগে ভাবনাটা এমন ছিল যে আমরা ভিক্ষা নিচ্ছি।

পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রশিক্ষণকে গুরুত্ব দেয় সরকার। তাই মিলিটারি একাডেমিসহ প্রতিটি প্রতিষ্ঠানই এখন উন্নত। পুরাতন বাণিজ্য মেলার মাঠের ৫ একর জায়গা পিজিআরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ