শোকের মাসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি চলছে

প্রথম পাতা » গোপালগঞ্জ » শোকের মাসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি চলছে
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



শোকের মাসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি চলছে

শোকের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি চলছে।
শোকের মাসের প্রথম দিনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন নেতা-কর্মীরা । এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আগামী ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে । ৮ আগস্ট বিকেল ৫টায় কোটালীপাড়া উপজেলা আওয়াামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ রাখা হবে ।
বিকেলে আলোচনা সভা, মিলাদ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়েছে।
১৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১১ টায় দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দেশে এনে বিচার কার্যকর করার দাবিত সমাবেশ ও মানববন্ধন
উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বেলা ১১ টায় এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে ।
২৪ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে ।
এছাড়া ও ২৭ আগস্ট বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন করবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
৩১ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংলগ্ন বেদীতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের কোটালঅপাড়া উপজেলা আওেয়ামী লীগের গৃহীত কর্মসূি চ সম্পন্ন হবে ।
কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ (বুলবুল) বাসসকে এ তথ্য জানিয়েছেন।
ওই আওয়ামী লীগ নেতা বলেন, শোকের মাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠন ঘোষিত কর্মসূচি নিজ নিজ ব্যানারে পালন করার জন্য উপজেলা আওযয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেছেন ।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে দুই উপদেষ্টা
কারফিউ চলছে গোপালগঞ্জে,সন্ধ্যা ৬টা পর্যন্ত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির মঞ্চে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম
গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
গোপালগঞ্জে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২
গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ