কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু
বুধবার, ৯ আগস্ট ২০২৩



কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু

সচল ঢাকা গড়ে তোলার লক্ষ্যে এবং বাস রুট রেশনালাইজেশনের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের সেবাদান কার্যক্রম কাঁচপুরে স্থানান্তরিত হবে।

নির্মাণ কাজের উদ্বোধনের পর শেখ তাপস বলেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করতে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সভার সিদ্ধান্তের আলোকে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এখানে সাড়ে ১২ একরের বেশি জমি দেওয়া হয়েছে। এখানে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার আন্তঃজেলা বাস সেবা এখান থেকেই পরিচালনা করা হবে।

টার্মিনাল নির্মাণের প্রাথমিক কার্যক্রম নিজস্ব অর্থায়নেই বাস্তবায়িত হবে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, এই টার্মিনাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হচ্ছে। এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ডিএসসিসি পালন করবে। টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব। ধাপে ধাপে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩২   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান
তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
নতুন নীতিমালায় স্টারলিংক লাইসেন্স সুবিধা, দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ