বিশ্বের বিভিন্ন দেশে আজ বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » বিশ্বের বিভিন্ন দেশে আজ বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



বিশ্বের বিভিন্ন দেশে আজ বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ গাজীপুর মহানগরীর জয়দেবপুর, টঙ্গী ও গাছা থানা এবং কৃষি নগর এলাকার বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে ভীত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসসহ বিভিন্ন হত্যাকান্ড চালিয়েছে। প্রতিবারই সন্ত্রাসীরা স্বাধীনতা বিরোধী অপশক্তি সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তাভবে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ১৫ আগস্ট জাতির পিতার হত্যার পর ধানমন্ডির ৩২ নম্বরের ইতিহাস থমকে দাঁড়িয়েছিলো। জাতীয় নেতাদের হত্যা, তাদের চরিত্রহনন করে কুলঙ্গাররা এদেশে অসত্য ইতিহাস প্রতিষ্ঠা করতে ব্যর্থ প্রচেষ্টা করেছিলো। আজ সেই বিপথগামী স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
এসব অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মেট্্েরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, ২৫ নং আওয়ামী লীগের সভাপতি এবিএম নাসির উদ্দিন নাসির, গাজীপুর সিটির কাউন্সিলর আয়েশা আক্তার ও জবেদ আলী জবে, মহানগর ছাত্র লীগ সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর সকল শহিদদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় এসব অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫১   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


টঙ্গীতে ডাইং কারখানায় আগুন
টঙ্গীতে পাইকারী বাজারের ১২টি গুদামে অগ্নিকান্ড
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বিআরটি প্রকল্পের শ্রমিক নিহত
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন : দগ্ধ আরো একজনের মৃত্যু
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিয়ে বোর্ড সভা করলেন স্বাস্থ্যমন্ত্রী
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫
বর্তমান সরকার উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে: প্রতিমন্ত্রী রিমি
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
বিশৃঙ্খলা করার মতো অসৎ চিন্তা তাবলীগ জামাতের কেউ করেন না - ধর্মমন্ত্রী
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই : জিএমপি কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ