নোয়াখালীতে ট্যাপের পানি বোতলজাত করে বিক্রি, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে ট্যাপের পানি বোতলজাত করে বিক্রি, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



নোয়াখালীতে ট্যাপের পানি বোতলজাত করে বিক্রি, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

পুকুর, খাল ও মাটির নিচ থেকে মোটরের মাধ্যমে ট্যাংকে পানি ভর্তি করে বোতলজাত করে সুপেয় পানি (মিনারেল ওয়াটার) বলে বিক্রি করা হয় বিভিন্ন হোটেল, প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহক পর্যায়ে। এসব অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তিনটি পানির কারখানাকে এক লাখ ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব ও উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ করে বিক্রি, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো।

সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করে বিক্রির অভিযোগে সন্ধ্যায় বেগমগঞ্জের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইয়াসির আরাফাত এবং র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ, কারখানার কাগজপত্র হালনাগাদ ও লাইসেন্স না থাকায় এশিয়া ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক দাউদ হোসেন ফাইসালকে পঞ্চাশ হাজার টাকা, পিপাসা ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমকে পঞ্চাশ হাজার টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক আরিফকে ত্রিশ হাজার টাকাসহ মোট একলাখ ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকরা অধিক মুনাফা লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সম্পূর্ণ বেআইনিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছিলো। র‌্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক উপজেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:০২   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা
শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ - বাণিজ্য উপদেষ্টা
রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ