‘অগ্নিকাণ্ডে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সরকার পুরোপুরি ব্যর্থ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘অগ্নিকাণ্ডে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সরকার পুরোপুরি ব্যর্থ’
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



‘অগ্নিকাণ্ডে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সরকার পুরোপুরি ব্যর্থ’

দেশের কোথাও অগ্নিকাণ্ড ঘটলে দ্রুততম সময়ের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এবং এসব ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে সব ধরনের দুর্ঘটনার জন্য আমাদের আল্লাহর ওপর ভরসা করতে হয়। আল্লাহর দয়ায়, আমরা বেঁচে আছি তেমনই মনে হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব দুর্ঘটনা রোধে যেসব ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয় না। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের উচিত তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। তারা যেন এখনই উঠে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা।

তিনি বলেন, এ মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী সবাই আজ নিঃস্ব হয়ে গেল। তারা আজ পুঁজি হারিয়েছে। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দেখছি… আগুন লাগছে আবার নিভিয়ে ফেলা হচ্ছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা আসছে কিন্তু এসব দুর্ঘটনার পর যেন অতি দ্রুত নিভিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা থাকা উচিত। অতি দ্রুত যেন সেটি নিয়ন্ত্রণ করা যায় তারও ব্যবস্থা থাকা উচিত।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা দেখছি আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নেভাতে পারে না। এর কারণ তারা পানি পাচ্ছে না। তাদেরকে মানুষের বাসা থেকে পানি এনে আগুন নেভাতে হয়। এভাবে একটি নগর গড়ে উঠতে পারে না। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। প্রতিনিয়ত আগুন লাগছে এবং মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, কোথাও কোনো নিরাপত্তা নেই। এভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৮   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা থেকে না.গঞ্জে ইয়াবার চালান: দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ
পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া
তারুণ্যের উৎসবের প্রচার কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
না.গঞ্জে শীতে দুর্গন্ধ, বর্ষায় দুর্ভোগ: বিভাগীয় কমিশনারের নদী বাঁচাতে আহ্বান
“সবুজে ঘেরা না.গঞ্জ, বিশ্বসেরা প্রাচ্যের ডান্ডি” প্রত্যয়ে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির উদ্বোধন
প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ
বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ