রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা রংপুর জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে, যা করতে আগে অনেক টাকা খরচ করে আমাদেরকে ভারত যেতে হতো। রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই। আমাদের সন্তান মাদকে ডুবে ধ্বংস হয়ে যাক এটা কারও কাম্য নয়। সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

আরপিএমপি কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার সাহা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক চিকিৎসক নগরীর অন্তত দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের মধ্যে বেশির ভাগই অসহায়, দুঃস্থ, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। তারা আরপিএমপির এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার
ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
নারী-পুরুষ মিলেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়বো : জামায়াত আমির
দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম
একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন
রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ