বেইজিং-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বেইজিং-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



বেইজিং-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে এক বৈঠকে ওয়াং ই আলাপকালে রুশ নেতাকে আগামী মাসে চীন সফরের আমন্ত্রণ জানালে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেন।ওয়াং বলেন, বিশ্ব দ্রুত বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে।’ খবর এএফপি’র।
বেইজিং-এর বার্তা সংস্থা সিনহুয়া’র একটি ইংরেজি উচ্চারন অনুসারে ওয়াং বলেছেন, ‘অর্থনৈতিক বিশ্বায়ন বহুমূখী মেরুকরণের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। একতরফা পদক্ষেপগুলো কখনোই টেকসই হয় না এবং আধিপত্যবাদও জনপ্রিয় নয়।
তিনি আরো বলেন, ‘উভয় পক্ষকেই তাদের বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা জোরদার করতে হবে। তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে এবং ন্যায্যতা ও ন্যায়বিচারের মাধ্যমে আন্তর্জাতিক শৃঙ্খলাকে উন্নীত করার জন্য নতুন প্রচেষ্টা চালাতে হবে।’
পুতিন জবাবে ওয়াংকে বলেন,‘আমাদের অবস্থান একটি বহুমুখী বিশ্বের উত্থানের সাথে মিলে যায়।’
চীন ও রাশিয়া একে অপরকে কৌশলগত মিত্র হিসেবে বর্ণনা করে উভয় দেশ প্রায়ই তাদের সীমাহীন অংশীদারিত্ব এবং অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার কথা বলে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর তারা আরও কাছাকাছি আসে।
ক্রেমলিন তার ইউক্রেন আগ্রাসন শুরু করার পর চীনের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে, যা মস্কোকে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মধ্যে ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪১   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, শেষ করে দিতে পারে একটি দেশ
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ