গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

বিশ্ব শিক্ষক দিবসে দুইজন জন শিক্ষক ও ১ জন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

গলাচিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহারকে প্রদান করা হয় ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সন্মাননা’, পাঠানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষা সন্মাননা’ এবং ফতুল্লার লামাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমান উল্লাহকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ আশেক আলা মাস্টার শিক্ষা সন্মাননা’।

সম্মাননা স্মারক তুলে দেয়ার পর প্রেরণাদায়ক বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ জন্যই সব দেশে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে সম্মান করা হয়।

তিনি বলেন, সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে, তাদের মর্যাদার আসনে রাখতে হবে। গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে গুণগত শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সচেতন নাগরিক আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি গুণী শিক্ষকদের সহযোহিতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বিশিষ্ট শিল্পপতি আবুল হাসনাত কবির।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৭   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতাভিত্তিক - পরিবেশ উপদেষ্টা
মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে - ধর্ম উপদেষ্টা
নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা
একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপদেষ্টা রিজওয়ানা
সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২
‘পিকি ব্লাইন্ডার্স’ স্টাইলে পোশাক পরায় আফগানিস্তানে ৪ তরুণ আটক
প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ফ্যাসিবাদ ভিন্নরূপে ক্ষমতার মসনদে আসার পাঁয়তারা করলে মোকাবিলা করবো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ