স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৯শ’ জনেরও বেশি অভিবাসী জড়ো হয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৯শ’ জনেরও বেশি অভিবাসী জড়ো হয়েছে
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ৯শ’ জনেরও বেশি অভিবাসী জড়ো হয়েছে

পশ্চিম আফ্রিকা থেকে বেশ কয়েকটি নৌকায় পাড়ি দেওয়ার পর গত ২৪ ঘন্টায় ৯শ’ জনের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। শুক্রবার দেশটির সামুদ্রিক উদ্ধার পরিষেবা এই কথা জানিয়েছে।
ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় সাম্প্রতিক অভিবাসীর আগমন বৃদ্ধির সংকট নিয়ে যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা দক্ষিণ স্পেনের গ্রানাডায় বৈঠকে মিলিত হয়েছেন, তখনই ক্যানারী দ্বীপে অভিবাসীদের এই আগমন ঘটে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট এবং পশ্চিম দিকের এল হিয়োরোতে মোট ৫২৬ জনকে বহনকারী পাঁচটি নৌকা পৌঁছেছে।
আরও দু’টি নৌকা টেনেরিফে এবং তিনটি গ্রান ক্যানারিয়ায় পৌঁছেছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৯০৮ জন।
শুক্রবার দিনের শেষ দিকে উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র বলেছেন, আরও দু’ট নৌকায় প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে এল হিয়েরো যাচ্ছিল।
শান্ত আবহাওয়ার সুযোগ নিয়ে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জে লোকদের নিয়ে যাওয়ার জন্য পাচারকারীরা সক্রিয়। এতে সাম্প্রতিক দিনগুলোতে ক্যানারি দ্বীপগুলোতে অভিবাসীদের আগমন বৃদ্ধি পেয়েছে।
তাদের নিকটতম পয়েন্টে, দ্বীপগুলো মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে।
মঙ্গলবার ২৮০ অভিবাসী বহনকারী একটি নৌকা এল হিয়েরোতে নেমেছে। এটি একটি একক জাহাজে দ্বীপপুঞ্জে পৌঁছানোর বৃহত্তম সংখ্যা।
কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ১২শ’র বেশি অভিবাসী ক্ষুদ্র দ্বীপে এসেছেন, যেখানে ১১,০০০ জন লোকের বাসস্থান। এর সামাজিক পরিষেবাগুলোকে ছাপিয়ে গেছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ক্যানারি দ্বীপে ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৪,৯৭৬ অভিবাসীদের আগমন ঘটেছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৯.৮ শতাংশ বেশী।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৩   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার
ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি ইসরাইলের
সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
শুকিয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর, দেখা যায় খালি চোখেই!
ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন
চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ