চট্টগ্রামে এবার দাঁড়িয়ে থাকা শ্রমিকবাহী বাসে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে এবার দাঁড়িয়ে থাকা শ্রমিকবাহী বাসে আগুন
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



চট্টগ্রামে এবার দাঁড়িয়ে থাকা শ্রমিকবাহী বাসে আগুন

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের শেষ দিন চট্টগ্রামের আনোয়ারায় দাঁড়িয়ে থাকা একটি শ্রমিকবাহী বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চাতরি চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, ভোরে শ্রমিকদের কারখানায় নেয়ার জন্য ওই বাসটি চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে রোববার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের অক্সিজেন মোড়ে রেলগেট এলাকায় একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। গত ২ নভেম্বর চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আরেকটি বাসে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

গত ১ নভেম্বর চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেয়া হয়। গত ৩১ অক্টোবর ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২:০৫:৫০   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ
চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২
ঘুমধুম সীমান্তে পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
বান্দরবানে অস্ত্রসহ জেএসএসের ৯ সন্ত্রাসী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ