জনগণ বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » জনগণ বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



জনগণ বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে। বিএনপি-জামায়াত ২০১৪ ও ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে। তাই তাদের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রোধ করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাসন থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সাবেক যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহ্বায়ক কবির মন্ডল, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি শান্তি মিছিল চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫০   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই : মির্জা ফখরুল
যত দ্রুত নির্বাচন হবে, ততোই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব
গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন
শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট
কাশিমপুর কারাগারে তীব্র উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অবস্থান
ব্যক্তিগত বাড়িঘরে আক্রমণ নজিরবিহীন : মোজাম্মেল হক
কাপাসিয়া হবে স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ