দুই ব্রাজিলিয়ানে গোল উৎসব করল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » দুই ব্রাজিলিয়ানে গোল উৎসব করল রিয়াল
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



দুই ব্রাজিলিয়ানে গোল উৎসব করল রিয়াল

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। রীতিমতো যেন গোল উৎসব করল দলটি। সান্তিয়াগো ব্যার্নাবুতে শনিবার রাতে ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ও রদ্রিগো।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন দানি কারভাহাল। ৪২ ও ৪৯তম মিনিটে জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। ৫০ এবং ৮৪তম মিনিটে জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।

মাদ্রিদিস্তাদের এই পারফরম্যান্সকে ‘মৌসুমসেরা’ বলছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আজ আমরা এখন পর্যন্ত মৌসুমের সেরা ম্যাচটি খেলেছি। আমরা হয়তো প্রথম ১৫ মিনিট আরো ভালোভাবে রক্ষণ সামলাতে পারতাম। কিন্তু ওইটুকু বাদ দিলে আমাদের জন্য নিখুঁত একটি ম্যাচ ছিল।’

দুই ব্রাজিলিয়ানের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়াস ও রদ্রিগো তাদের সেরা ছন্দে ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে তারা খুবই ভালো খেলেছে। তারা ভালোভাবে জুটি বেঁধেছে, জায়গা বের করেছে এবং দারুণ ফুটবল খেলেছে।’

এই জয়ের পরও ১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকলো রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ২০:১৩:২২   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে
৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের
আর্মেনিয়াকে ৯ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
ভারতকে ৯৩ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়
মেসি-লাউতারোর গোলে বছরের শেষটা জয়ে রাঙালো আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ